সোমবার, ২৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে বিভাগের সভাপতির পদত্যাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাল্টাপাল্টি অভিযোগে ছয় মাস অচলাবস্থার পর শিক্ষক-শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক নাসিমা জামান। গতকাল দুপুরে তিনি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গত বছরের ২ আগস্ট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ শিক্ষক উপাচার্যের সঙ্গে দেখা করে বিভাগের সভাপতি নাসিমা জামানের বিরুদ্ধে অনাস্থা জানান। পরদিন সকালে অভিযোগকারী শিক্ষকদের বিরুদ্ধে পাল্টা অনাস্থা জানান নাসিমা জামান। দুই পক্ষের শিক্ষকদের পাল্টাপাল্টি অবস্থানে প্রায় ছয় মাস ধরে বিভাগে অচলাবস্থা সৃষ্টি হয়। এদিকে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নাসিমা জামানের কার্যালয়ে তালা        ঝুলিয়ে দেন বিভাগের শিক্ষকরা। এর পর সাড়ে ১২টার দিকে তার পদত্যাগের দাবিতে অনশনে বসেন। পাশাপাশি বিভাগের ১১ শিক্ষক সভাপতির অধীনে পরীক্ষা নিতে অপারগতা জানালে সেশন জটের আশঙ্কায় শিক্ষার্থীরাও অনশনে বসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর