বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সবাই চায় সভাপতি-সম্পাদক হতে

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

সবাই চায় সভাপতি-সম্পাদক হতে

খুব শিগগিরই হচ্ছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নতুন কমিটি। কমিটিতে স্থান পেতে এরই মধ্যে ব্যাপক লবিং শুরু করেছেন পদপ্রত্যাশীরা। আওয়ামী লীগসহ সহযোগী বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাদের ‘স্নেহধন্য’ ও ‘আশীর্বাদপুষ্ট’রাই নানা কৌশলে এ লবিংয়ে এগিয়ে আছেন। কমিটির মেয়াদ শেষ হওয়ায় দ্রুত নতুন কমিটি করতে ২৮ ফেব্রুয়ারি সম্মেলনের জন্য একটি সময়ও নির্ধারণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাসহ চট্টগ্রামের শীর্ষ নেতারা। দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এরই মধ্যে শোনা যাচ্ছে বেশ কয়েকজনের নাম। যারা সবাই প্রয়াত সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের সমর্থক। এ দুই পদের জন্য জোর লবিং চালাচ্ছেন ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হাসান রুমি, ওয়াহিদ রাসেল, রাকিব হায়দার, আবদুল্লাহ হিল হুবায়ের হিমু, নুরুন্নবী শাহেদ, মাহমুদুল করিম, আনোয়ার পাশা, আবদুল্লাহ আল-মামুন, মহিউদ্দীন মাহি, হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম, নোমান জিহাদ, মাকসুদুর রহমান মাসুদসহ আরও অনেকে।

চট্টগ্রাম নগর ছাত্রলীগের বর্তমান সহসভাপতি নাজমুল হাসান রুমি বলেন, ‘পরিচ্ছন্ন ও সংগঠনের জন্য ত্যাগ আছে এমন ছাত্রনেতা আগামী কমিটির নেতৃত্বে আসবেন সেটাই কামনা করি। তবে নগর ছাত্রলীগের এ কমিটি গঠনের বিষয়ে কোনো ধরনের কেন্দ্রীয় নির্দেশনা আমাদের কাছে নেই।’ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক ফয়সাল বাপ্পী বলেন, ‘চট্টগ্রাম নগর ছাত্রলীগের কমিটি হচ্ছে জেনে আনন্দিত। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীম ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ অনেক নেতা দ্রুত এ কমিটি গঠনের জন্য বৈঠক করেছেন। এতে মেধাবী, যোগ্য নেতাদের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টির প্রয়োজন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর