বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধি দলের ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শন

কূটনৈতিক প্রতিবেদক

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধি দলের ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শন

ভারত ও ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সদ্য যোগদান করা ১০ তরুণ কূটনীতিক গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স পরিদর্শন করেন —বাংলাদেশ প্রতিদিন

ভারত ও ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পেশাদার কূটনীতিক হিসেবে সদ্য যোগদান করা ১০ তরুণ কূটনীতিক গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স পরিদর্শন করেছেন। কূটনৈতিক প্রশিক্ষণের অংশ হিসেবে তারা বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশের গণমাধ্যমের কার্যক্রম সম্পর্কে ধারণা নিতেই তাদের ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স পরিদর্শন। ভারতের ৮ ও ভুটানের ২ জন নিয়ে গঠিত এ প্রতিনিধি দলটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর, রেডিও ক্যাপিটাল ও টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের কার্যালয়ে পত্রিকার প্রকাশনা ও রেডিও-টেলিভিশনের সম্প্রচার পদ্ধতি ঘুরে দেখেন। এর আগে কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে কর্মরত সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তরুণ কূটনীতিকরা। তারা বাংলাদেশের গণমাধ্যমের বিকাশ, চ্যালেঞ্জ ও সাংবাদিকতা শিক্ষার বিভিন্ন দিক বিষয়ে সিনিয়র সাংবাদিকদের কাছে জানতে চান। এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশেদ, নিউজ টোয়েন্টিফোরের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর সামিয়া রহমান, রেডিও ক্যাপিটালের নির্বাহী পরিচালক মেহেদী মালেক সজীব, বাংলানিউজ টোয়েন্টিফোরের উপদেষ্টা সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের যুগ্মসম্পাদক আবু তাহেরসহ অন্যান্য সিনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন। ইন্ডিয়ান ফরেন সার্ভিস-২০১৭ ব্যাচে প্রশিক্ষণরত ভারত ও ভুটানের কর্মকর্তারা গত সোমবার ঢাকা সফরে আসেন। মঙ্গলবার তারা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর বাইরে তারা বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক বৈঠক করেছেন। নিজেরা ঘুরে দেখেছেন বাংলাদেশে ভারতীয় ভিসার কার্যপদ্ধতি। প্রতিনিধি দলটি ৪ ফেব্রুয়ারি সফর শেষে ঢাকা ত্যাগ করবে।

সর্বশেষ খবর