বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সরকারি চাকরিতে কোটা বাতিল চেয়ে হাই কোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা বাতিল চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। গতকাল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও দুই সাংবাদিক এ রিট দায়ের করেন। রিটে কোটা ব্যবস্থা বাতিল করে পুনঃমূল্যায়ন চাওয়া হয়েছে। রিটে বলা হয়, ১৯৭২ সালে সরকারের নির্বাহী আদেশে সরকারি, বেসরকারি, প্রতিরক্ষা, আধা সরকারি এবং জাতীয়করণকৃত প্রতিষ্ঠানে জেলা ও জনসংখ্যার ভিত্তিতে ত্রিশ শতাংশ        মুক্তিযোদ্ধা ও দশ শতাংশ ক্ষতিগ্রস্ত নারীদের জন্য কোটা প্রবর্তন করা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে কোটা পদ্ধতিতে সংস্কার ও পরিবর্তন করা হয়। বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রথম ও দ্বিতীয়  শ্রেণির সরকারি নিয়োগে কোটা যেমন : প্রতিবন্ধী ১ শতাংশ, মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনি ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা কোটা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ৫ শতাংশ কোটা রয়েছে। সব মিলিয়ে ৫৬ শতাংশ কোটা বিদ্যমান। পিএসসির তথ্য মতে, ২১, ২২ ও ২৫তম বিসিএসে মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্য সংরক্ষিত ৩০ শতাংশের স্থলে যথাক্রমে ১০.৮, ২.২ ও ৫.২ শতাংশ পূর্ণ হয়েছিল। সংরক্ষিত বাকি কোটা শূন্য থেকে যায়। আইএলওর ২০১৫ সালের একটি রিপোর্ট অনুযায়ী দেশে শিক্ষিত বেকার ৩০ লাখ। দ্য ইকোনমিস্টের তথ্য মতে, এর মধ্যে ৪৭ শতাংশ স্নাতক। কোনো কোটাই চিরদিন থাকা উচিত নয়। বিদ্যমান কোটা পদ্ধতি সংবিধানের ১৯, ২৮, ২৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিসুর রহমান মির, ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক সমিতির সদস্য সচিব দিদারুল আলম দিদার ও আমাদের অর্থনীতির সিনিয়র সাব এডিটর আবদুল অদুদ এ রিট করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিব, জনপ্রশাসন সচিব, পিএসসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর