বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ছিনতাই করার সময় ধরা পড়লেন দুই ছাত্রলীগ কর্মী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দুই ব্যক্তিকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার সময় দুই ছাত্রলীগ কর্মী হাতেনাতে ধরা পড়েছেন। পরে কর্তৃপক্ষ তাদের পুলিশে দিয়েছে।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রাসেল ও আবু বক্কর সবুজ ছিনতাইয়ের কবলে পড়েন। এ সময় রাসেলের মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। সবুজ বলেন, ‘রাতে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা কোম্পানির পণ্য বিক্রির টাকা ক্যাম্পাসে বসে হিসাব করছিলাম। এ সময় ১০-১২ জন ছেলে এসে জানতে চায় আমরা কী করছি। এরপর তারা ব্যাগে থাকা হাজার দশেক টাকা নিয়ে নেয়। বাধা দিতে গেলে আমার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। পরে অন্যরা চলে গেলেও তারা (মারুফ ও বিল্লাল) আমাদের আবারও ইট দিয়ে মারার চেষ্টা করলে আমি চিৎকার করি। তখন কয়েকজন এসে আমাদের উদ্ধার এবং দুজনকে আটক করেন।’ আটক মারুফ হোসেন রাষ্ট্রবিজ্ঞান ও বিল্লাল হোসেন উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। মারুফ সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শাহীনের এবং বিল্লাল বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগ সভাপতি ফকির রাসেলের অনুসারী। এ বিষয়ে শাহীন তার অনুসারী মারুফ সম্পর্কে কিছু না বললেও ফকির রাসেল বলেন, বিল্লালের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ ব্যবস্থা নেবে। প্রক্টরিয়াল বডির সহায়তায় রাতেই দুজনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্র জানিয়েছেন, রাতে তারা কলাভবনের সামনে ব্যাডমিন্টন খেলছিলেন। এমন সময় হঠাৎ এক ব্যক্তি এসে তাদের বলেন, ‘ভাই বাঁচান’। পরে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর