রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শিক্ষা ও কর্মক্ষেত্রের ব্যবধান কমাতে হবে : ড. মসিউর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকতে হবে।

তিনি গতকাল খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে দিনব্যাপী ‘জব ফেয়ার’ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে বাজারে চাহিদা অনুযায়ী শিক্ষা দিয়ে তরুণদের তৈরি করতে হবে, যাতে লেখাপড়া শেষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে হতাশা কাজ না করে। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাধাধরা কারিকুলামের বাইরে সময়োপযোগী শিক্ষা দেওয়ার সুযোগ বেশি থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর