সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

১৫ মার্চের মধ্যে কমবে মাংসের দাম : মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মাছ ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এ ছাড়া আগামী ১৫ মার্চের মধ্যে মাংসের দাম কমবে। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রী বলেন, মত্স্য অধিদফতরের রিপোর্ট অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪০ লাখ ৫০ হাজার টন। ওই অর্থবছরে লক্ষ্যমাত্রার বিপরীতে ৪১ লাখ ৩৪ হাজার টন মাছ উৎপাদিত হয়েছে।

তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথভাবে প্রকাশিত জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা-২০১৫ অনুযায়ী  দৈনিক মাথাপিছু মাছ গ্রহণের পরিমাণ ৬০ গ্রাম।

সর্বশেষ খবর