সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশেষ ট্রাইব্যুনাল করে সাগর-রুনি হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক

বিশেষ ট্রাইব্যুনাল করে সাগর-রুনি হত্যার বিচার দাবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে গতকাল সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সমাবেশ —বাংলাদেশ প্রতিদিন

বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন সাংবাদিক নেতারা। তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় ছয় বছরে ৫৩ বার বাড়ানোর ঘটনায় পুলিশ প্রশাসনের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন তারা। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে স্বতপ্রণোদিত হয়ে রুল জারি করতে তারা আদালতের প্রতি অনুরোধ জানান।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সাংবাদিক সমাবেশ করা হয়। শেষে মিছিল নিয়ে প্রেস ক্লাব হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুক্কুর আলী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক সোহেল  হায়দার চৌধুরী, ডিআরইউ-এর সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মোরসালীন নোমানী, ইলিয়াস হোসেন, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ। সাইফুল ইসলাম বলেন, ‘ছয় বছরে কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যার রহস্য উদঘাটনে ব্যর্থ হয়েছে? অন্য কোনো কারণ আছে কী? আমরা জানতে চাই। কেন তারা বার বার ব্যর্থতার তকমা নিচ্ছে?’ সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘খুনিরা ধরা না পড়া পর্যন্ত আন্দোলন থেকে সাংবাদিকরা সরে আসবেন না।

আন্দোলন চলবে।’ শুক্কুর আলী শুভ বলেন, ‘আমাদের বিশ্বাস এই হত্যাকাণ্ডের বিচার হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত প্রতিবেদন দেবে— এটাই আমরা বিশ্বাস করতে চাই।’ সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘এই হত্যার বিচারে আমাদের আরও কঠোর অবস্থানে যাওয়ার সময় আসছে।’

 

সর্বশেষ খবর