সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চীনা বিনিয়োগের খবরে চাঙ্গা শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

মুদ্রানীতি ও রাজনৈতিক অস্থিরতার গুজবে ধসের পর চাঙ্গা মেজাজে ফিরেছে শেয়ারবাজার। চীনের দুটি স্টক এক্সচেঞ্জের বিনিয়োগের খবরে গতকাল দেশের দুই শেয়ারবাজারে চাঙ্গা মেজাজে লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২৮ পয়েন্ট বা ২ দশমিক ১৫ শতাংশ। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে প্রায় ৪০০ পয়েন্ট।

জানা গেছে, চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জ (এসএসই) ও সেনজেন স্টক এক্সচেঞ্জ (এসজেডএসই) গঠিত কনসোর্টিয়াম ৯৯০ কোটি টাকায় ডিএসইর ৪৫ কোটি বা ২৫ শতাংশ শেয়ার (প্রতিটি ২২ টাকা দরে) কেনার প্রস্তাব করেছে। ডিএসইর কারিগরি ও প্রযুক্তিগত উন্নয়নে ৩০০ কোটিরও বেশি টাকা (৩৭ মিলিয়ন ডলার) খরচ করবে। এই খবরে শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন হয়েছে। ডিএসইতে ৪৫৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ১৫৫ কোটি টাকা বেশি। লেনদেনে অংশ নেওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৩টি, কমেছে মাত্র ২৭টির। আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির দর। ডিএসইএক্স বা প্রধান সূচক ১২৮ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৩ দশমিক ৯৫ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে সিএসইতে ২১ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। সার্বিক সূচক ৩৯৫ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮২৪ দশমিক ৩৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৪৬টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত থাকে ৯টির দর।

 

সর্বশেষ খবর