সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ইয়াবা-মাদক নির্মূল বিজিবির একার কাজ নয় : ডিজি

নিজস্ব প্রতিবেদক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, ইয়াবাসহ মাদক নির্মূল করা বিজিবির একার কাজ নয়। আমরা সবাই জানি মিয়ানমার থেকে ইয়াবা আসে। বলা যায় সে দেশের কম-বেশি সবাই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। মাদকের চোরাচালান বন্ধে সব বাহিনীকে যেমন উদ্যোগী হওয়া উচিত তেমনি সাধারণ মানুষের সচেতনতা জরুরি।

ঢাকার পিলখানায় বাহিনীর সদর দফতরের সম্মেলন কক্ষে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালানরোধসহ বিভিন্ন বিষয়ে বিজিবির কার্যক্রম জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল দুপুরে এসব কথা বলেন বিজিবি প্রধান।

মেজর জেনারেল আবুল হোসেন বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উসকানি সত্ত্বেও আমরা সহনশীলতার পরিচয় দিয়েছি। যে কারণে আমরা বর্ডার ম্যানেজমেন্ট ঠিক রাখতে পেরেছি।

সর্বশেষ খবর