সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হজযাত্রীদের বিমান ভাড়া সহনীয় রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক

হজ যাত্রীদের বিমান ভাড়া সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদ। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করছেন। এসব বিষয়ে অনিয়মের দুদকের তদন্তের দাবি করা হয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ড. আবদুল্লাহ আল-নাসের এ দাবি জানান। বক্তারা বলেন, সাধারণ মৌসুমে অর্থাৎ এখন ঢাকা থেকে জেদ্দা পর্যন্ত মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন এয়ারলাইন্সের ভাড়া সব ধরনের করসহ ৩৮ হাজার থেকে ৪২ হাজার টাকা। সৌদি এয়ারলাইন্স ৪৮ হাজার টাকায়       এবং বাংলাদেশ বিমান ৫২ হাজার টাকা নিয়ে ওমরা পালনকারীদের জন্য টিকিট সরবরাহ করছে। অথচ হজের সময় অযৌক্তিকভাবে এর আড়াই গুণ বেশি বিমান ভাড়া আদায় করা হয়।

সর্বশেষ খবর