সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নিউমার্কেট দোতলার সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার নিউমার্কেটের একতলা ভবন দোতলা করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সিদ্ধান্ত স্থগিত করেছে হাই কোর্ট। পাশাপাশি রুল জারি করেছে আদালত। গতকাল এক রিট আবেদনের প্রাথমিক শুনানি গ্রহণ করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

নিউমার্কেটের ছাদের ওপর স্টিলের ছাউনি দিয়ে ১৭৮টি দোকান নির্মাণের সিদ্ধান্ত নেয় ডিএসসিসি। এর প্রতিবাদে জানুয়ারি মাসে কয়েকশ ব্যবসায়ী সড়ক অবরোধ করেন। এরপরও ডিএসসিসি ওই সিদ্ধান্ত থেকে সরে না আসায় হাই কোর্টে আসেন সংশ্লিষ্টরা। নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন ও যুগ্ম সম্পাদক সোহেল ব্যাপারী হাই কোর্টে রিট দায়ের করেন।

সর্বশেষ খবর