শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

আত্মীয়করণের অভিযোগ বেফাকের কমিটি নিয়ে

৬ পরিবারের ১৪ জন কমিটিতে, ক্ষোভে ফুঁসছেন কওমিরা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

দেশের বৃহৎ কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) নতুন কমিটি নিয়ে আত্মীয়করণ ও দলীয়করণের অভিযোগ উঠেছে। এর মধ্যে ছয় পরিবারের ১৪ জনকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে।  এক্ষেত্রে অবজ্ঞা করা হয় অভিজ্ঞ আলেমদের।  এসব কারণে অভিযোগে ফুঁসছে কওমিরা। তবে প্রকাশ্যে মুখ খোলার সাহস পাচ্ছেন না কেউ। অবশ্য, বেফাক সহ-সভাপতি মুফতি ফয়জুল্লাহ সম্মিলিত সিদ্ধান্তেই কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, কমিটি নিয়ে অভিযোগের কিছুই নেই। এত সুন্দর কমিটি অতীতে কখনো হয়নি। তাই এটা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর যোগ করেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে বেফাকের এক নেতা বলেন, কমিটি গঠনের ক্ষেত্রে দলীয় এবং আত্মীকরণকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক বিজ্ঞ আলেমকে ইচ্ছা করেই বাদ দেওয়া হয়। ময়মনসিংহের ১ হাজার ৮০০-এর বেশি মাদ্রাসা থাকলেও কমিটিতে মাত্র সাতজনকে স্থান দেওয়া হয়েছে। অথচ ঢাকা, চট্টগ্রাম ও হবিগঞ্জের একাধিক মাদ্রাসা থেকে চার থেকে সাতজন পর্যন্ত কমিটিতে স্থান দিয়েছে। এনিয়ে ক্ষুব্ধ কওমি আলেমরা।

সর্বশেষ খবর