রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ডিএসইতে এক সপ্তাহে মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকা

আলী রিয়াজ

ডিএসইতে এক সপ্তাহে মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকা

জানুয়ারিতে কিছুটা স্থিতিশীল থাকলেও চলতি ফেব্রুয়ারির শুরু থেকেই অস্থির হয়ে ওঠে শেয়ারবাজার। এর ফলে গত এক সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে চার হাজার কোটি টাকা। তবে আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার প্রভাবে শেয়ারবাজারে কিছুটা নেতিবাচক প্রভাব ছিল। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের এডিআর কমানোর খবরেও বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বর্তমানে শেয়ারবাজার স্থিতিশীল রয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল চার লাখ ২১ হাজার কোটি টাকা। শেষ দিনে বৃহস্পতিবার বাজারে বড় ধরনের দরপতনের ঘটনা ঘটে। ওইদিন বাজার মূলধন নেমে আসে চার লাখ ১৭ হাজার কোটি টাকায়। অর্থাৎ এক সপ্তাহের মূলধন কমেছে চার হাজার কোটি টাকার বেশি। বাজার মূলধন কমলেও শেয়ারবাজার সূচকে উত্থান হয়েছে। বাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৭৫২ কোটি বা ৪১ শতাংশ বেড়েছে। ডিএসইতে বিদায়ী সপ্তাহে ২ হাজার ৫৭৯ কোটি ১২ লাখ ৮৪ হাজার ৫৮৮ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৭৫২ কোটি ১৭ লাখ ১২ হাজার ৬০১ টাকা বা ৪১.১৭ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮২৬ কোটি ৯৫ লাখ ৭১ হাজার ৯৮৭ টাকার। ডিএসইর প্রধান সূচক ৮৪.৫৭ পয়েন্ট বা ১.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক পয়েন্ট বা ৫.৪৪ পয়েন্ট বা ০.২৪ শতাংশ এবং শরিয়াহ সূচক ১৫.৮৭ পয়েন্ট বা ১.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২২২৩০ ও ১৪০৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

সর্বশেষ খবর