শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রাবি শিক্ষকের বিরুদ্ধে পাল্টা মামলা

নারী চিকিৎসককে মারধর!

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাবি শিক্ষকের বিরুদ্ধে পাল্টা মামলা

নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অশালীন আচরণ ও তাকে মারধরের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষক এটিএম এনামুল জহিরের বিরুদ্ধে মামলা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল মজুমদার বৃহস্পতিবার রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে অধিকতর শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাচ্ছিলেন রাবির আইন বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম এনামুল জহির। এ সময় হাসপাতালের ভিতর মেরি প্রিয়াঙ্কা নামে এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে তার ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।

অভিযোগ রয়েছে, এ সময় হাসপাতালের অন্য ইন্টার্ন চিকিৎসকরা রাবি শিক্ষককে আটকে রেখে মারধর করেন। এতে তার কপাল ও একটি চোখ ফুলে সেখানে কালচে হয়ে যায়। এই শিক্ষক এখন রামেক হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। মামলায় মেরি প্রিয়াঙ্কাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছেন এবং তাকে বাজে ভাষায় কথা বলেছেন বলে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর