শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দুই মাসের মধ্যে সিলেটে ভারতীয় হাইকমিশন অফিস : শ্রিংলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, আগামী দুই মাসের মধ্যেই সিলেটে ভারতীয় হাইকমিশনের শাখা অফিস হবে। এখান থেকেই সিলেটের লোকজন সহজে ভিসা পাবেন। তাদের আর ঝামেলা পোহাতে হবে না। গতকাল আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভারতের অর্থায়নে ইসকন মন্দিরে নির্মাণাধীন ছাত্রাবাসের জন্য এক কোটি টাকার চেকও হস্তান্তর করেন।

হর্ষবর্ধন আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা দিন দিন আরও উন্নত হচ্ছে। দুই দেশই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে একযোগে কাজ করছে। ইসকন, সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসকন সাধারণ সম্পাদক চারুচন্দ  দাস ব্রহ্মচারী, ভারতীয় হাইকমিশনের কমার্শিয়াল সেকেন্ড সেক্রেটারি শিশির কটারী প্রমুখ। ভারতীয় হাইকমিশনার ইসকন মন্দিরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর