শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ আর নেই

নিজস্ব প্রতিবেদক

মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ আর নেই

মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের বড় ছেলে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমির মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সকালে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে। বাদ আসর কামরাঙ্গীর চর নূরিয়া মাদ্রাসায় জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ২০১৪ সালের মার্চ থেকে অসুস্থ হয়ে বিছানায় শায়িত ছিলেন। ডায়াবেটিস, প্রচণ্ড শ্বাসকষ্টসহ শারীরিক নানা জটিলতা দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯৮৭ সালের ৭ মে হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেন মাওলানা কারি শাহ আহমাদুল্লাহ আশরাফ। একটানা ২৭ বছর আমিরের দায়িত্ব পালন করেন তিনি। পরে তিনি পরপর কয়েকবার স্ট্রোক করলে খেলাফত আন্দোলনের দায়িত্বভার তাঁর ছোট ভাই কারি শাহ আতাউল্লাহকে বুঝিয়ে দেন। মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের মৃত্যুতে দেশের সব ইসলামী দল ও সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর