সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ঘোষণার অপেক্ষায় : স্বরাষ্ট্রমন্ত্রী

বাউফল প্রতিনিধি

বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ঘোষণার অপেক্ষায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ ঘোষণার অপেক্ষায় রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। মানুষের মুখে হাসি ফুটেছে। বিশ্বের কাছে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। দেশের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে নৌকার বিকল্প নেই। রবিবার বাউফল থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে   সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পটুয়াখালী পুলিশ সুপার  মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বিজেবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আবুল হোসেন, জেলা প্রশাসক ড. মাসুমুর রহমান প্রমুখ। সভা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে পৌর মেয়র সমর্থিত একটি গ্রুপ মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে উপস্থিত চিফ হুইপ সমর্থিত নেতা-কর্মীরা পাল্টা স্লোগান দিতে থাকে। উভয় গ্রুপের পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় উভয় গ্রুপের ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়। আহতদের বাউফল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর