শিরোনাম
সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রাজাকার খোকার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘির রাজাকার কমান্ডার পলাতক আবদুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন আগামী ২ এপ্রিল দাখিলের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। গতকাল মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার জেডএম আলতাফুর রহমানের আবেদনের পরিপেক্ষিতে ট্রাইব্যুনালের বিচারকরা এ আদেশ দিয়েছেন বলে জানান প্রসিকিউটর অ্যাডভোকেট সুলতান মাহমুদ। জানা যায়, ১৯৭১ সালে আদমদীঘি থানা রাজাকার কমান্ডার সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য পলাতক আবদুল মোমিন তালুকদার খোকা সান্তাহারের রথবাড়ী জমিদারবাড়ীর ৬ জন, কলসাবাজারে ১ জন, তিয়রপাড়া পুকুরপাড়ে ৩ জন, সুদিন রেলওয়ে ব্রিজ সংলগ্ন স্থানে ৩ জন, কাশিমালা গ্রামে ২ জন ও আদমদীঘি খাড়ির ব্রিজ সংলগ্ন শ্মশানঘাটিতে ৪ জন মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর