সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দক্ষিণাঞ্চলের পরিবেশ রক্ষায় পরিকল্পিত পদক্ষেপ : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লবণাক্ততা ও জলাবদ্ধতা দূরীকরণ, সুপেয় পানি সংরক্ষণে সরকার পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করেছে। একই সঙ্গে বাঁধ নির্মাণ ও সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, আগে এসব কাজে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা হতো না। তবে এখন থেকে সংকট সমাধানে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে। গতকাল তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড খুলনা কার্যালয়ে খুলনা জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, কিছুসংখ্যক পরিবেশ বিরোধী মানুষ সুন্দরবনের জীব বৈচিত্র্য ধ্বংস করছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর