সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

রেলওয়ের প্রকৌশল বিশ্ববিদ্যালয় গড়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

ভারতে রেলওয়ের প্রকৌশল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে সেই আদলে বাংলাদেশে একটি রেলওয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে ট্রেন ও ট্রেনের যাত্রীর নিরাপত্তার স্বার্থে শিগগিরই রেল স্টেশনগুলোতে স্ক্যানার মেশিন স্থাপনের জন্য সুপারিশ করা হয়। এছাড়া জনস্বার্থে রেলওয়ের শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের সুপারিশ করে কমিটি।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর