মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ইউনূস-ইয়োশিমোতো সামাজিক ব্যবসা হচ্ছে জাপানে

নিজস্ব প্রতিবেদক

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথভাবে সামাজিক ব্যবসা করবে জাপানের অন্যতম বিনোদন করপোরেশন ইয়োশিমোতো। এ লক্ষ্যে ইউনূস-ইয়োশিমোতো সামাজিক ব্যবসা কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে জাপানে। এ লক্ষ্যে সম্প্রতি দুবাইতে প্রফেসর ইউনূসের সঙ্গে একটি প্রস্তুতিমূলক বৈঠক করেছেন জাপানের কোম্পানিটির উচ্চপদস্থ কর্মকর্তারা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ইউনূস-ইয়োশিমোতো সোশ্যাল অ্যাকশন কোম্পানি (ওয়াইওয়াইএসএ) প্রতিষ্ঠার পর যেসব সামাজিক সমস্যা নিয়ে কাজ করবে সেগুলো হচ্ছে— বর্ষীয়ান মানুষ, অবসাদ ও একাকিত্ব, হ্রাসমান জন্মহার, দারিদ্র্য, জনশূন্যকরণ, গ্রামীণ এলাকা থেকে তরুণদের প্রস্থান ঠেকানো ইত্যাদি। যৌথভাবে প্রতিষ্ঠিতব্য এই কোম্পানিটি বিভিন্ন সামাজিক ব্যবসার একটি নেটওয়ার্ক গড়ে তুলবে এবং স্থানীয় বিভিন্ন আইডিয়াকে বাস্তবে রূপ দিতে মূলধন সরবরাহ করবে।

সর্বশেষ খবর