বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

চিড়িয়াখানায় আফ্রিকান জেব্রা

চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চিড়িয়াখানায় আফ্রিকান জেব্রা

ধুলো উড়ছে। দলবেঁধে ছুটছে আফ্রিকার ডোরাকাটা জেব্রাগুলো। একবার উত্তর পাশে, আবার দক্ষিণ পাশে। চিড়িয়াখানার একজন কর্মী পানি ছিটাচ্ছেন। খাঁচার ভিতর পড়ে আছে শাকের আঁটি। বাইরে কৌতূহলী দর্শকের ভিড়। ভিড় হবে না কেন, ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর প্রথম জেব্রা এলো চট্টগ্রাম চিড়িয়াখানায়। গতকাল বেলা পৌনে ১২টায় দক্ষিণ আফ্রিকা থেকে ৪৮ লাখ টাকায় আমদানি করা এক বছর বয়সী ছয়টি জেব্রা দর্শকদের জন্য উন্মুক্ত ঘোষণা করেন চট্টগ্রামের নতুন ও বিদায়ী জেলা প্রশাসক। এ সময় বিদায়ী জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, ছয়টি জেব্রা আনা হয়েছে। এগুলো দেখতে খুবই সুন্দর। বয়সও কম। দর্শকদের কাছে টিকিট বিক্রি করে যে টাকা পাওয়া যায় সেখান থেকে ৪৮ লাখ টাকায় জেব্রাগুলো সংগ্রহ করা হয়েছে। এ টাকা চিড়িয়াখানার খরচ নির্বাহের পর উদ্বৃত্ত যে তহবিল সেখান থেকে দেওয়া হয়।

তিনি বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, কিউরেটর, পরিচালনা পর্ষদের সদস্যসচিব রুহুল আমীনসহ সবার ঐকান্তিক প্রচেষ্টায় এ চিড়িয়াখানার পরিবেশ ক্রমাগত সুন্দর হচ্ছে। আমরা অনেক দূর যেতে চাই।

সর্বশেষ খবর