বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন স্কেল নিয়ে রুল

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১১ম গ্রেড  কেন অবৈধ নয় এবং ১০তম গ্রেড কেন করা হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাই কোর্ট। চার সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা সচিব, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ ৮ জন বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। ২০১৪ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের  বেতন গ্রেড নির্ধারণ করে পরিপত্র জারি করে। কিন্তু ওই পরিপত্রে প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০তম গ্রেডের পরিবর্তে ১১তম  গ্রেডে নির্ধারণ করা হয়।

সর্বশেষ খবর