বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চলছে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে। জঙ্গি দমনে গণমাধ্যম পুলিশকে ব্যাপক সহযোগিতা করেছে। ভবিষ্যতেও অপরাধ দমন বিশেষ করে জঙ্গি দমন এবং মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত থাকবে। গতকাল বিকালে পুলিশ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যনিবাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, অনেক সময় আপনারা আমাদের ভুলভ্রান্তির কথা তুলে ধরেন। যা আমাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। পুলিশ এবং সাংবাদিক একই লক্ষ্যে সমাজের উন্নয়নে দেশের কল্যাণে কাজ করে থাকে।

ক্রাইম রিপোর্টারদের সঙ্গে পুলিশের পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার সম্পর্ক ভবিষ্যতে এক নতুন উচ্চতায় উপনীত হবে।

অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সরোয়ার আলম বক্তব্য রাখেন। সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. মহসিন  হোসেন, ডিআইজি (মিডিয়া) এ কে এম শহিদুর রহমান, এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্র্যাব নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর