শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরে তুলার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বাঘের বাজারে মোশারফ নিট কম্পোজিট (স্পিনিং) মিলের তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। জানা গেছে, আগুনে প্রায় ৩০ হাজার বর্গফুটের একতলা স্টিল স্ট্রাকচার ভবনে রক্ষিত প্রায় সাড়ে ৪ হাজার টন তুলা, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। গুদামে থাকা বিপুল পরিমাণ তুলার বেল্ট, মেশিনারিজসহ বিভিন্ন মালামালও পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষের কেউ আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামানসহ স্থানীয়রা জানান, বাঘের বাজার এলাকাস্থ মোশারফ নিট কম্পেজিট (স্পিনিং) মিলের বিশাল আকৃতির স্টিলসেডের তৈরি গুদামে বুধবার রাত সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

সর্বশেষ খবর