শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শুরু হলো ঢাকা পদাতিকের নাট্যোৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শুরু হলো ঢাকা পদাতিকের নাট্যোৎসব

৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে নাটকের দল ঢাকা পদাতিক। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান। পরে মঞ্চায়ন হয় ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাস্টার দা সূর্যসেনের জীবনীনির্ভর নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’। গুলশানে ২২৫ জন শিল্পীর দলীয় প্রদর্শনী : গুলশানের মৃনাল হক ক্রিয়েটিভ আর্টস গ্যালারিতে শুরু হয়েছে ২২৫ শিল্পীর দলীয় প্রদর্শনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল সন্ধ্যায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকার মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। জয়নব বিবির কিসসা : শাকিলা মাল্টিভিশনের প্রযোজনায় মঞ্চায়ন হলো লোকনাটক ‘জয়নব বিবির কিসসা’। গত সন্ধ্যায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে মঞ্চায়ন হয় এই নাটকটি। শিল্পাঙ্গনে ‘অয়েল হেড’ শীর্ষক প্রদর্শনী : ধানমন্ডির গ্যালারি শিল্পাঙ্গনে শুরু হয়েছে রা. কাজলের ‘অয়েল হেড’ শীর্ষক প্রদর্শনী। গতকাল বিকালে এর উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর