শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

তিন কারখানা ৩৫ ঘর পুড়ে ছাই

সাভারে ভয়াবহ আগুন

সাভার প্রতিনিধি

শিল্পাঞ্চল আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তিনটি কারখানা ও একটি ভাড়া বাড়ির ৩৫টি ঘর এবং ঘরের ভিতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বিকাল তিনটার দিকে আশুলিয়ার পশ্চিম জিরাবো বাগানবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুনের খবর পেয়ে আশুলিয়া, টঙ্গী, উত্তরা ফায়ার সার্ভিস ও ফায়ার সদর দফতরের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততোক্ষণে তিনটি নিটিং কারখানা ও একটি ভাড়া বাড়ির ৩৫টি ঘর পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকাল তিনটার দিকে আশুলিয়ার পশ্চিম জিরাবো বাগানবাড়ি এলাকার এ প্লাস নিটিং লিমিটেড কারখানার গোডাউন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় সেখানকার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু রাস্তায় যানজট থাকায় এবং ঘটনাস্থলে যাওয়ার পথ সরু হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীরা বাধার মুখে পড়ে। এ সময় আগুন পার্শ্ববর্তী আরও দুটি কারখানা ও একটি বাড়িতে ছড়িয়ে পড়ে।  এ প্লাস নিটিং লিমিটেড কারখানার নিটিং অপারেটর শাহিন জানান, প্রথমে কারখানার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। কিন্তু ফায়ার সার্ভিস আসতে দেরি করায় আগুন পার্শ্ববর্তী আরইএম এক্সেসরিজ লিমিটেড ও এসবি নিটিং লিমিটেড কারখানায় ছড়িয়ে পড়ে। এ ছাড়াও আগুনে পার্শ্ববর্তী তুহিন ডাক্তারের ভাড়া বাড়ির ২০টি ঘর পুড়ে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর