রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বিনিয়োগ চুক্তি করতে জুন পর্যন্ত সময় পেল ডিএসই

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে চুক্তির সময় বাড়ানো হয়েছে। ডিএসইর আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ জুন পর্যন্ত সময় বাড়িয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চীনের বিনিয়োগ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় এ সময় বাড়ানো হয়েছে। গত ৮ মার্চের মধ্যে এই বিনিয়োগ চুক্তি চুড়ান্ত করার কথা ছিল ডিএসইর।

জানা গেছে, প্রথম দফায় এক বছর সময় দিয়ে কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে চুক্তি করার জন্য ডিএসই ও সিএসইকে চিঠি ইস্যু করে বিএসইসি। ওই সময়ে কৌশলগত বিনিয়োগকারী ঠিক করতে না পারায় আরও ৬ মাস সময় বাড়ানো হয়। এ সময়ও বিনিয়োগকারী ঠিক করতে পারেনি ডিএসই। পরবর্তীতে আবারও ৬ মাসের সময় দিয়ে চিঠি ইস্যু করে নিয়ন্ত্রক সংস্থা। যার মেয়াদ দেওয়া হয় গত ৮ মার্চ। চীনের সাংহাই ও সেনজান স্টক এক্সচেঞ্জ নিয়ে গঠিত কনসোর্টিয়ামকে চূড়ান্ত করে ডিএসই পরিচালনা পর্ষদ। সেটি বিএসইতে জমা দেওয়ার পর সংস্থাটি একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে। কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। চূড়ান্ত হতে আরও সময় লাগতে পারে এই আশঙ্কা থেকে সময় বাড়ানো হয়েছে। আগামী ৮ জুনের মধ্যে চুক্তি করার জন্য নির্দেশ দিয়েছে বিএসইসি। এদিকে, ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী ইস্যুতে গঠিত পর্যালোচনা কমিটির সময় বাড়ানো হয়েছে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর