রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ড. ইউনূসের সঙ্গে উগান্ডা সরকারের এমওইউ স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। উগান্ডা সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির জেন্ডার, লেবার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রী জানাত মুকওয়া। সমঝোতা স্মারক অনুযায়ী উগান্ডার তরুণ, নারী সমাজ ও অন্য দুর্বল গোষ্ঠীগুলোর ব্যবসায়িক দক্ষতা ও সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ইউনূস সোশ্যাল বিজনেস ও উগান্ডা সরকারের উদ্যোগে বিভিন্ন যৌথ প্রকল্প গড়ে তোলা হবে। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তিন দিনের সফরে প্রফেসর ইউনূস ৫ মার্চ উগান্ডা যান। এ সময় তিনি উল্লেখযোগ্য সামাজিক ব্যবসা পরিদর্শন, তিনটি জন-বক্তৃতা প্রদান এবং উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি কাগুতা মুসেভেনির বাণিজ্য ও কৃষি বিষয়ক উপদেষ্টা পরিষদের সভায় বক্তৃতা দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর