রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পরিবহন সংকট নিরসন দাবিতে শিক্ষার্থীদের ফটক অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের চলমান পরিবহন সংকট নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল  বেলা ২টায় ক্যাম্পাস থেকে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা রুটের বাস আটকিয়ে এ অবরোধ করে তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার আশ্বাসে প্রায় আধাঘণ্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাসে বাস চলাচল স্বাভাবিক হয়।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, শতভাগ আবাসিকতার মাস্টারপ্লান নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার ৩৮ বছর অতিক্রম করলেও প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী আবাসন বঞ্চিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর