রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিক সৈয়দ মাহমুদ আর নেই

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক সৈয়দ মাহমুদ আর নেই

প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদ (৭৮) আর নেই। শুক্রবার রাত সাড়ে ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সৈয়দ মাহমুদের লাশ গতকাল ক্লাব চত্বরে আনা হলে অনেকেই শোকাতুর হয়ে পড়েন। এ সময় মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা। পরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের নামাজে জানাজায় শরিক হন। এর আগে রাজধানীর মিরপুরে সাংবাদিক আবাসিক এলাকা জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। সৈয়দ মাহমুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। শোক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ১৯৫৬ সালে দৈনিক সংবাদে যশোরের নিজস্ব বার্তা পরিবেশক হিসেবে সৈয়দ মাহমুদ সাংবাদিকতা শুরু করেছিলেন। তার বাবা সৈয়দ আবদুর রউফ ছিলেন এমএলএ। পরে ঢাকায় এসে অধুনালুপ্ত বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনালের ফিচার সম্পাদকের দায়িত্ব পালনসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। সৈয়দ মাহমুদের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে জ্বর, সামষ্টিক প্রতীতি ও অন্যান্য দিগন্তে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর