রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রী আজ সিঙ্গাপুর যাচ্ছেন

কূটনৈতিক প্রতিবেদক

চার দিনের সফরে আজ সিঙ্গাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের আমন্ত্রণে এই সফরে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া সফরে সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে একটি বিরল প্রজাতির অর্কিডের নামকরণ হবে ‘শেখ হাসিনা’ নামে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট আসিয়ানের নেতৃত্বে থাকা সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীর সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছে ঢাকার কূটনীতিকরা। কারণ ভিভিআইপি এই সফরের মাধ্যমে চলমান রোহিঙ্গা সঙ্কট নিরসনে সিঙ্গাপুর সরকারের সহাবস্থান নিশ্চিতের প্রত্যাশা করছে ঢাকা। 

সফরসূচি অনুসারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীকাল আনুষ্ঠানিকভাবে সেদেশে স্বাগত জানানো হবে সিঙ্গাপুরের  প্রেসিডেন্টের সরকারি বাসভবন ইসতানা’য়। পরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দুটি বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠক দুটি শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের মধ্যে একটি সমঝোতা, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একটি সমঝোতা স্মারক, আকাশ পথে  যোগাযোগ, ডিজিটাল গভর্নমেন্ট ট্রান্সফরমেশন বিষয়ে সমঝোতা স্মারক এবং এফবিসিসিআই ও এমসিসিআইয়ের সঙ্গে সিঙ্গাপুরের ম্যানুফ্যাকচারিং ফেডারেশনের দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করবেন দুই শীর্ষ নেতা। সমঝোতা স্মারক সইয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন শেখ হাসিনা। সেদিন বিকালে সিঙ্গাপুর পোর্ট অথরিটিতেও যাওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সম্মানে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস  ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪ মার্চ দেশে ফিরবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর