সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি মেলেনি বিএনপির

নিজস্ব প্রতিবেদক

সোহরাওয়ার্দীতে জনসভার অনুমতি মেলেনি বিএনপির

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পায়নি বিএনপি। দলের প্রধান বেগম খালেদা জিয়ার ‘মুক্তি’ দাবিতে এই জনসভার ঘোষণা দিয়েছিল বিএনপি। সর্বশেষ গতকাল সকালেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম জনসভার অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়ার সঙ্গে বৈঠক করেন। সেখানে ইতিবাচক কোনো সিদ্ধান্ত পায়নি দলটি।

এরপর বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকারকে বলব, এখনো সময় আছে, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। আমাদেরকে অনুমতিটা দিন, আমরা জনসভাটা করি। এর আগেও বিভিন্ন সময় বিএনপিকে শেষ মুহূর্তে অনুমতি  দেওয়া হয়েছিল। এবার সেরকম ঘটলেও জনসভা আয়োজনে আমরা প্রস্তুত।’

জানা যায়, ডিএমপি কমিশনার বিএনপি নেতাদের জানান, নিরাপত্তাজনিত কারণেই তারা আপাতত বিএনপিকে জনসভার অনুমতি দিচ্ছে না। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও যোগাযোগ করতে বলা হয়। এরপর দলের দায়িত্বপ্রাপ্ত এক নেতা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীকে ফোনে অনুমতির জন্য অনুরোধ করেন।

সর্বশেষ খবর