মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

তাদের বাড়িতেই টর্চার সেল

চক্রের হোতাসহ গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক

কৌশলে রাস্তা থেকে ধরা হয় মক্কেল। কখনো অচেনা পথ চিনিয়ে দেওয়ার কথা বলে, কখনো বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় ওরা। তারপর অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয় নিজ বাড়ির টর্চার সেলে। সেখানে নিয়ে ভিকটিমের হাত, পা ও চোখ বেঁধে পা উঁচু করে ঝুলিয়ে নির্যাতন করা হয়। এরপর ভিকটিমের বাঁচাও বাঁচাও আকুতি আর চিত্কার মোবাইল ফোনে শুনিয়ে স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। র্যাব বলছে, এ চক্রের মূল হোতা মানিকগঞ্জের হরিরামপুরের সেলিম মোল্লা। তিনি গ্রামের একজন ধনাঢ্য ব্যক্তি। সমাজে ভদ্রবেশী আচরণের অন্তরালে সংঘবদ্ধ অপহরণকারী একটি চক্রের লিডার। এলাকার উঠতি বয়সের বখাটে ছেলেদের মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে বিত্তবান ব্যবসায়ীদের টার্গেট করে অপহরণ করে নিয়ে যান তার বাড়িতে। তার তিনতলা বাড়ির একটি কক্ষে রয়েছে টর্চার সেল। সেখানে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করতেন। গতকাল সকালে এ চক্রের মূল হোতা সেলিম মোল্লাসহ ১০ জনকে মানিকগঞ্জের হরিরামপুর থানার কালোয় গ্রাম থেকে গ্রেফতার করে র্যাব-২। অন্যরা হলেন— রাজিবুল হাসান রাজীব (২৭), মোশারফ হোসেন (৪৭), নিরব আহম্মেদ ওরফে টিটু (২৯), আবদুর রাজ্জাক (৩৫), তারেক হোসেন (৩১), আবুল বাশার বিশ্বাস (৩৩), রুহুল আমিন (৩৫), তারেক হোসেন পুলক (২৬) ও তুহিন বিশ্বাস (৩০)। এ সময় দুই ভিকটিমকে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় সেলিমের বাড়ি থেকে উদ্ধার করা হয়। ওই বাড়িতে অভিযান চালিয়ে ৬টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন, ৩৬ রাউন্ড গুলি, ৭টি চাইনিজ কুড়াল ও ৪টি চাপাতি এবং মুক্তিপণের ২ লাখ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেন, ৯ মার্চ ব্যবসায়ী জাফর ইকবাল (৪০) ও মিরাজ গাজী (৩৫) ব্যবসায়িক কাজে নিজ বাসা থেকে বের হন। বেলা ১১টার পর থেকে তাদের মোবাইল বন্ধ পান স্বজনরা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর