মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

খুলে দেওয়া হলো রেল ওভারপাস

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর শাসনগাছায় নির্মিত রেলওয়ে ওভারপাস যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গতকাল যানবাহন চলাচলের জন্য অনানুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। সওজ সূত্রে জানা যায়, ২ লেন বিশিষ্ট সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ৯৪ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ৬৩১.৫০ মি. দৈর্ঘ্য এবং ৮.৯৫ মি. প্রস্থের ওই ওভারপাসে ২৪টি স্প্যান ও ২৩টি পি.আর রয়েছে। ২০১৫ সালের ২৮ জানুয়ারি স্পেকটা ইঞ্জিনিয়ার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর