মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর দাবিতে মহাসমাবেশ ৩১ মার্চ

নিজস্ব প্রতিবেদক

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ৩১ মার্চ রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। একই সঙ্গে আগামী ২৪ মার্চ ৬৪ জেলায় একযোগে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছে। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন তারা। সংবাদ সম্মেলনে ছাত্র পরিষদের সঞ্জয় কুমার দাস, ইমতিয়াজ হোসেন, হারুন-অর-রশিদ, শফিকুর রহমান, এম এ আলী, সুদীপ পাল, আনিসুল হক, মো. মহিউদ্দিন, সাখাওয়াত হোসেন সৈকত, ফারিয়া রুম্পা প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণদের ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে গত ১০ মার্চ শাহবাগে সমাবেশ করার পর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে গেলে বাংলামোটরে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে প্রায় ২৫ থেকে ৩০ জন ছাত্র-ছাত্রী গুরুতর আহত হন। লাঠিচার্জের সময় সাধারণ ছাত্রীরা পুরুষ পুলিশ দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর