মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার জামিন বিচার বিভাগের স্বাধীনতার প্রমাণ

————— আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়াকে হাই কোর্টের জামিন দেওয়া বিচার বিভাগের স্বাধীনতার প্রমাণ হিসেবে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বিএনপি নেতারা সারা দেশে বলে বেড়াচ্ছিলেন, আমরা আদালতে হস্তক্ষেপ করছি বলে জামিন হচ্ছে না। প্রমাণিত হলো, বিচার বিভাগ স্বাধীন এবং বিচার কাজে সরকার হস্তক্ষেপ করে না।’ খালেদার জামিনের আদেশের পর সচিবালয়ে নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এখন সরকারের পদক্ষেপ কী হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটা দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিষয়। তিনি বলেন, ‘দুর্নীতি দমন আইনে বলা আছে, দুর্নীতি দমন কমিশন হবে পক্ষ, রাষ্ট্র উইল বি দ্য সেকেন্ড পার্ট। তাহলে এখন দাঁড়ায় দুর্নীতি দমন কমিশন বনাম আসামি খালেদা জিয়া। এখন দুদক কী করবে, সেই সিদ্ধান্ত তারা নেবে। এটা সরকারের ব্যাপার নয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর