মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নারী উদ্যোক্তাদের জন্য জাতিসংঘের সহযোগিতা চাইলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রতিনিধিদের প্রতি নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানসমূহে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল সংসদ ভবনে স্পিকারের সঙ্গে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপি) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. অশা  বৃত্তা টোরকেলসন সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি সরকারি সহায়তায় জয়িতা প্রকল্পের মাধ্যমে নারীদের কর্মসংস্থান ও সক্ষমতা অর্জনের ফলে সারা দেশে এ প্রকল্প সাড়া জাগিয়েছে বলে উল্লেখ করেন। এ ছাড়া বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহরোধে ইউএনএফপিএ-এর ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর