বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ডাক্তারি পরীক্ষা করাতে গিয়ে হয়রানির শিকার রেলের চাকরি প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রেলের ১ হাজার ২৬ জন অস্থায়ী গেট কিপার নিয়োগের ফল ঘোষণা করা হয়েছে। তবে এখনো শেষ হয়নি ডাক্তারি পরীক্ষা। নিয়োগপ্রাপ্তরা রেলওয়ে মেডিকেলে পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মেশিন নষ্টের অজুহাতে রেলের মেডিকেলে এক্স-রে না করিয়ে সেইফ সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হচ্ছে চাকরি প্রার্থীদের। মেডিকেলের বিভিন্ন পরীক্ষাসহ নানা অনিয়মে জড়িয়ে পড়েছে রেলের একটি চক্র। চক্রটি ডাক্তারি পরীক্ষার নামে কৌশলে মোটা অঙ্কের টাকা আদায় করছে। চাকরি প্রার্থীদের কাছ থেকে নামমাত্র ফি নেওয়ার কথা থাকলেও নানা অজুহাতে এক থেকে দুই হাজার টাকা নেওয়া হচ্ছে। ঊর্ধ্বতনদের নাম ভাঙিয়ে টাকা নিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ অস্বীকার করে বিভাগীয় রেলওয়ে মেডিকেল অফিসার ইবনে শফি আবদুল আহাদ বলেন, ‘এক্স-রে মেশিন নষ্টের কারণে সরকারি অন্য কোনো মেডিকেল থেকে এক্সে-রে করতে বলেছি। কেন সেইফ সেন্টারে যাচ্ছে জানি না।’ ডাক্তারি পরীক্ষা করাতে আসা রংপুরের কলিমুল্লাহ (ছদ্মনাম) ক্ষোভের সঙ্গে বলেন, ‘চট্টগ্রাম এসেছি তিনদিন হয়ে গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য স্লিপ নিয়ে লাইন ধরতে হয়। মেডিকেল স্লিপ, এক্সে-রেসহ বিভিন্ন রিপোর্টের জন্য স্টেনো সোহেল ও ক্লিনার জসিমকে ১ হাজারের বেশি টাকা দিতে হয়। তাছাড়া রক্তসহ বিভিন্ন পরীক্ষা করার সময় দায়িত্বশীলদের ৩০০-৫০০ টাকা না দিলে বিভিন্ন অজুহাত দেখিয়ে পড়ে আসতে বলে।’

সর্বশেষ খবর