বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় দরপতন রাস্তায় বিনিয়োগকারী

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বড় দরপতন রাস্তায় বিনিয়োগকারী

দ্বিতীয় দিনের মতো বড় ধরনের দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। শেয়ারবাজারে পতনের কারণ অনুসন্ধানে জরুরি বৈঠক করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন, লিজিং কোম্পানি অ্যাসোসিয়েশন এবং ডিএসইর শীর্ষ কর্মকর্তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড রুমে এ বৈঠক করেন তারা। বৈঠক শেষে ডিবিএ সভাপতি মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেন, তারল্য সংকটের কারণে শেয়ারবাজারে ধস হচ্ছে। তিনি বলেন, শেয়ারবাজারে তারল্য সংকট রয়েছে। যে কারণে শেয়ারবাজারে পতন হচ্ছে। তবে এই তারল্য সংকট কেটে গেলে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, রাজনৈতিক কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে অতীতে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলেও শেয়ারবাজারে তার কোনো প্রভাব ছিল না। আর ভবিষ্যতেও কোনো প্রভাব পড়বে না। এদিকে ধসের কারণে আতঙ্কিত বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনে মানববন্ধন করেছেন। বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধনে শেয়ারবাজার স্থিতিশীল করা দাবি জানানো হয়। লেনদেন চিত্রে দেখা গেছে, সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ২৩৩ পয়েন্ট। ডিএসইতে  ২৮২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ১৫ কোটি ৯২ লাখ টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২৯৮ কোটি ২৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩৩৬টি কোম্পানি মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ২৯১টির। আর অপরিবর্তিত থাকে ২৭টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮১ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৫ পয়েন্টে। সিএসইতে ২৬ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪১৪ পয়েন্টে।

সর্বশেষ খবর