বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

যুবলীগ নেতা কামরান শহিদ প্রিন্স বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় বহিষ্কার করা হয়েছে যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামরান শহিদ প্রিন্স মোহাব্বতকে। যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত পরশু একটি জাতীয় দৈনিকে ‘পুলিশ পাহারায় আতঙ্কের জীবন!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে আমাদের প্রাথমিক অনুসন্ধানে খবরটি সত্য প্রতীয়মান হওয়ায় তাকে সাময়িক বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত নিই। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার জন্য কারণ দর্শানোর নোটিস করা হয়েছে। এদিকে যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ মার্চ একটি জাতীয় দৈনিকের শেষ পৃষ্ঠায় প্রকাশিত সংবাদের প্রতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ওই প্রতিবেদনে জমি দখলসংক্রান্ত বিস্তারিত সংবাদে মোহাব্বতের কর্মকাণ্ড বর্তমান সরকারের নীতিমালা এবং নৈতিকতা ও জনস্বার্থপরিপন্থী বলে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাছে প্রতীয়মান হয়। এমতাবস্থায় তাকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ খবর