রবিবার, ১৮ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

পুলিশের গুলিতে আহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিদ্যুতায়িত হয়ে রাহাদ হোসেন, যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় রিফাত (১৮) ও জাহাঙ্গীরের (১৮) মৃত্যু হয়েছে। এ ছাড়া কদমতলীতে ডাকাতদের ওপর পুলিশ গুলি চালালে আবদুর রশিদ (৪০) নামে একজন আহত হয়েছেন। জানা গেছে, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া রাহাদ হোসেন কাঁঠালবাগানে আবির ইঞ্জিনিয়ারিং ওয়েলডিংয়ের দোকানে কাজ করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার সমপাড়ায়।

সড়ক দুর্ঘটনায় নিহত রিফাতের বন্ধু রাজু জানান, তারা তেজগাঁওয়ে থাকেন। গতকাল ভোরে রিফাত, রাব্বী ও জাহাঙ্গীর মোটরসাইকেলযোগে মাওয়া থেকে বাসায় ফিরছিলেন। যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ধোলাইপাড় ঢাল দিয়ে ওঠার সময় তাদের সামনে দিয়ে পথচারী আনিস রাস্তা পার হওয়ায় রাব্বী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়ি আনিসের ওপর দিয়ে উঠিয়ে দেন। এতে ছিটকে পড়ে তিন আরোহী ও আনিস আহত হন। স্থানীয়রা তাদের ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরও মারা যান। রিফাত বি এফ শাহীন কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এদিকে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ওয়াসা পুকুরপাড় এলাকায় কয়েকজন ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন খবরে পুলিশের একটি টিম সেখানে গেলে ডাকাতরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা আক্রমণ করলে ডাকাত সদস্য রশিদের বাঁ পায়ে গুলি লাগে।

সর্বশেষ খবর