বুধবার, ২১ মার্চ, ২০১৮ ০০:০০ টা
ডুয়েটের সমাবর্তনে রাষ্ট্রপতি

উন্নয়নের কারিগর প্রকৌশলীরা

গাজীপুর প্রতিনিধি

রাষ্ট্রপতি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) চ্যান্সেলর মো. আবদুল হামিদ বলেছেন, প্রকৌশলীরা উন্নয়নের কারিগর। তাদের মেধা, মনন ও সৃজনশীল চিন্তা থেকে বেরিয়ে আসে টেকসই উন্নয়নের রূপরেখা। তিনি প্রকৌশলীদের চিন্তা ও চেতনায় দূরদৃষ্টির সুস্পষ্ট প্রতিফলনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের রয়েছে বিপুল মানবসম্পদ, উর্বর কৃষিভূমি ও সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ। এ দেশকে সমৃদ্ধশালী করতে হলে প্রয়োজন পরিকল্পিত উপায়ে বিদ্যমান সম্পদের সর্বোত্তম সুষ্ঠু ব্যবহার। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জীবন চলার পথে তোমরা আজ একটা গুরুত্বপূর্ণ সোপান অতিক্রম করলে। জীবনের আসল সংগ্রাম এখনই শুরু। আজকের এই সনদপ্রাপ্তি সেই সংগ্রামে অবতীর্ণ হওয়ার স্বীকৃতিপত্র।

সর্বশেষ খবর