শনিবার, ২৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘দয়া করে হর্ন বাজাবেন না’

নিজস্ব প্রতিবেদক

‘দয়া করে গাড়িতে হর্ন বাজাবেন না’— এমন বিনয়ী আহ্বানের মধ্যদিয়ে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি শব্দ দূষণের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে সেক্টরকে শব্দ দূষণমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার প্রস্তুতি হিসেবেই এ প্রচারণা। পক্ষকালব্যাপী জনসচেতনার অংশ হিসেবে গতকাল সকালে কল্যাণ সমিতির বটতলা থেকে এক বর্ণাঢ্য র‌্যালির পর আয়োজন করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন বিজিএমইএর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ও কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন। র‌্যালিতে ৪ নম্বর সেক্টরের বিপুল সংখ্যক অধিবাসী অংশগ্রহণ করেন।  কল্যাণ সমিতির বটতলা থেকে শুরু হয়ে র‌্যালিটি বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করার সময় সবাই সমস্বরে ‘নো হর্ন ’ বলে স্লোগান দেন। এ সময় আশপাশের বাসার ব্যালকনি থেকেও আওয়াজ ওঠে ‘নো হর্ন’। এ প্রচারণা ছাড়াও মসজিদ থেকে সবাইকে শব্দ দূষণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সেইসঙ্গে সেক্টরের প্রতিটি সড়কে শব্দ দূষণবিরোধী ব্যানার, ফ্যাস্টুন টানানো হয়েছে।

সর্বশেষ খবর