সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পুলিশের এএসআই ও স্ত্রীর যাবজ্জীবন

গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

১৫ বছর আগে শিশু গৃহকর্মীকে ধর্ষণের পর হত্যা মামলায় পুলিশের এক এএসআই ও তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত। গতকাল দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাবিদ হোসাইন এ রায় দেন। দণ্ডিতরা হলেন— রংপুর নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের তালুক রঘু গ্রামের আলতাফ আলী (৬৫) ও তার স্ত্রী ছালেহা খাতুন (৫৫)। যাবজ্জীবনের পাশাপাশি আসামিদের এক লাখ টাকা করে জরিমানা এবং অপহরণের দায়ে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক। রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বিচারক তার রায়ের পর্যবেক্ষণে বলেন, আসামিরা যে অপরাধ করেছেন তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডই তাদের প্রাপ্য ছিল। কিন্তু আসামিদের বয়স এবং একজন নারী হওয়ায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।

গাজীপুরে অটোরিকশা চালক খুনের দায়ে একজনের ফাঁসির আদেশ : গাজীপুর প্রতিনিধি জানান, অটোরিকশা চালককে খুনের দায়ে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রবিবার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ.কে.এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় এজহারভুক্ত অপর তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নাইম ওরফে মহিউদ্দিন নাইমের (২৭) বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের চত্বর এলাকায়।

সর্বশেষ খবর