সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সাব-রেজিস্ট্রার বরখাস্ত

ঘুষ গ্রহণের ভিডিও

নিজস্ব প্রতিবেদক

নিজের কার্যালয়ে বসে ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নারায়ণগঞ্জের আড়াইহাজারের খণ্ডকালীন সাব-রেজিস্ট্রার এছহাক আলী মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল নিবন্ধক অধিদফতরের মহাপরিদর্শক খান মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক আদেশে এই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের আদেশে বলা হয়েছে, ‘গত ২২ মার্চ আড়াইহাজার সাব-রেজিস্ট্রি অফিসে খণ্ডকালীন দায়িত্ব পালনকালে ঘুষ গ্রহণ করে দলিল রেজিস্ট্রি করার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় আপনি আড়াইহাজার অফিসে খণ্ডকালীন দায়িত্ব পালনকালে টেবিলের ওপরে ফাইলের স্তূপ, প্রতিটি ফাইল স্বাক্ষর করার আগে ঘুষ নিচ্ছেন এবং পাশ থেকে একজন ফাইল এগিয়ে দিচ্ছেন আর প্রতিটি ফাইলের সঙ্গে টাকা নিয়ে ড্রয়ারে রাখছেন এবং ফাইল স্বাক্ষর করার পর টাকা আপনার প্যান্টের পকেটে ঢুকাচ্ছেন।’ আদেশে বলা হয়, ‘ভিডিওটিতে আপনি ঘুষ নিয়ে রেজিস্ট্রি করার সত্যতা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়, যা সম্পূর্ণভাবে বেআইনি।’

অসদাচরণ ও দুর্নীতিমূলক কার্যক্রমের দায়ে প্রশাসনিক ও জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হলো বলে আদেশে বলা হয়েছে। একই সঙ্গে কেন বিভাগীয় মামলা দায়ের করে এছহাক আলীকে চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো শাস্তি দেওয়া হবে না তা চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে তাকে জানাতে বলা হয়েছে।

 

সর্বশেষ খবর