সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে সহযোগিতা চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ১৩৮তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে বাংলাদেশ রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে সব সদস্য দেশের সহযোগিতা কামনা করেছে। ‘উদ্বাস্তু, সুরক্ষা ও আশ্রয় ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার এই আহ্বান জানান। সংসদ সচিবালয় গতকাল এ তথ্য জানিয়েছে। ২৩ মার্চ ছয় দিনব্যাপী ১৩৮তম আইপিইউ সম্মেলনে জেনেভায় শুরু হয়েছে। ১৪ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।

সর্বশেষ খবর