সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

রোহিঙ্গা সংকট নিরসনে প্রচেষ্টার আশ্বাস

প্রতিদিন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। জাতিসংঘ সদর দফতরে মহাসচিব গুতেরেজের সঙ্গে এক বৈঠকে মিলিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সে সময় এলডিসি থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণে বাংলাদেশের অভূতপূর্ব প্রয়াসের প্রসঙ্গও উল্লেখ করেন মহাসচিব।

জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে একাত্মতা পোষণ করেন এবং রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের জনগণ বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। খবর এনআরবি নিউজের। মহাসচিব জানান, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ বাসভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে জাতিসংঘ দৃঢ় প্রতিজ্ঞ। এর সমাধানে তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবেন মর্মে প্রতিমন্ত্রীকে আশ্বাস দেন। দ্রুততার সঙ্গে বিশেষ দূত নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও প্রতিমন্ত্রীকে জানান মহাসচিব। শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকে রোহিঙ্গা সংকট বিষয়ে জোরালো ভূমিকা রাখার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক পানি দশকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ধন্যবাদ জানান এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপের প্রশংসা করেন।

সর্বশেষ খবর