সোমবার, ২৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আজ র‌্যাবের চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০০৪ সালের এই দিনে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে এই বাহিনীর। ১৫ বছরে পা রাখা এই বাহিনীর উত্থান আর সাফল্য আসে জঙ্গি দমনের মাধ্যমে। এ ছাড়া চাঞ্চল্যকর অনেক ঘটনার রহস্য উন্মোচনের মধ্য দিয়ে র‌্যাব স্বকীয়তা অর্জন করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

পুলিশ সদস্য ছাড়াও সেনা, নৌ ও বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও সরকারের বেসামরিক প্রশাসনের বাছাই করা চৌকস কর্মকর্তা এবং অন্য সদস্যদের নিয়ে গঠিত হয় র‌্যাব। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি পালনের সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ১৪ বছরে র‌্যাবের সক্ষমতা বেড়েছে অনেক। জঙ্গি দমন ছাড়াও নাশকতা প্রতিরোধসহ দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপরিহার্য হয়ে উঠেছে পুলিশের এই সংস্থাটি। এরই মধ্যে সাধারণ মানুষেরও আস্থার প্রতীক হিসেবে স্থান করে নিয়েছে র‌্যাব।

সর্বশেষ খবর